সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : আজিজুল হাকিমের ফিফটি ও ইকবাল হোসেনের রেকর্ড গড়া বোলিংয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৭৪ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ।
হারারেতে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে তোলে ২৫৩ রান। জবাবে জিম্বাবুয়ে অলআউট হয় ১৭৯ রানে। ব্যাট হাতে সর্বোচ্চ ৫৯ রান করেন আজিজুল হাকিম, ৪৭ রান আসে রিজান হোসেনের ব্যাট থেকে। শেষ দিকে আল ফাহাদের ঝড়ো ২৩ রানে দলীয় সংগ্রহ আড়াইশ ছাড়ায়।
বল হাতে ম্যাচের নায়ক ইকবাল হোসেন। মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি।
আরও পড়ুনএর আগে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের আশা শেষ হয়ে যাওয়ায় ম্যাচটি ছিল নিয়মরক্ষার। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। ২০২০ সালের শিরোপার পর টানা তিন আসরে সেমিফাইনাল খেলতে ব্যর্থ হলো যুব দল।
মন্তব্য করুন


_medium_1769869509.jpg)
_medium_1769864803.jpg)
_medium_1769863489.jpg)




