ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪ রাত

অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজনের ঘোষণা দিল বিসিব

ছবি: সংগৃহীত, অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজনের ঘোষণা দিল বিসিব

স্পোর্টস ডেস্ক : দেশসেরা ক্রিকেটারদের অংশগ্রহণে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের ফাঁকা সময়কে কাজে লাগিয়ে অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করা হচ্ছে ।

শনিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ চালুর ঘোষণা দিচ্ছে। দেশের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট ক্রিকেটীয় লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে।'

এই প্রতিযোগিতায় অংশ নেবে তিনটি দল ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের নেতৃত্বে থাকবেন লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলী।

কোচিং স্টাফেও থাকছেন অভিজ্ঞ মুখগুলো। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশের প্রধান কোচের দায়িত্বে থাকবেন হান্নান সরকার, সহকারী কোচ রাজিল সালেহ আলম।

আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। আর ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।

আরও পড়ুন

এছাড়া এই টুর্নামেন্টে চালু থাকছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। প্রতিদিন ম্যাচের আগে বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে খেলা।

টুর্নামেন্টে মোট ২ কোটি ৫০ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। দর্শকদের জন্য টিকিটের দাম শুরু হচ্ছে ১০০ টাকা থেকে। ইস্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকা, সাউদার্ন ও নর্দার্ন গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১০০০ টাকায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজনের ঘোষণা দিল বিসিব

দাঁড়িপাল্লার পক্ষে মা-বোনেরা ঐক্যবদ্ধ, ১২ তারিখ ফল দেখতে পাবেন

মানুষের বাধভাঙা জোয়ার ধানের শীষের পেছনে ছুটছে : আমীর খসরু

নওগাঁর রাণীনগরের শফিকপুর কারিগরি কলেজ, বাইশ বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত

জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার রংপুর-১ আসনের প্রার্থীদের

ভিক্ষা নয়, বাদাম বিক্রি করে সংসার চালান আসাদুল