ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:৫২ বিকাল

২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় ফার্মিন লোপেজ

ফার্মিন লোপেজ

স্পোর্টস ডেস্ক : লা মাসিয়াতেই ফুটবলের হাতেখড়ি। বার্সেলোনার বিখ্যাত একাডেমির গ্র্যাজুয়েট ফার্মিন লোপেজ কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি মেয়াদ বাড়ালেন।
গতকাল আনুষ্ঠানিক এক ঘোষণায় লোপেজের সঙ্গে চুক্তির বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। দুই বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে থাকেবন লোপেজ।
 
 
২০২৪ সালের অক্টোবরে বার্সেলোনার সঙ্গে চুক্তি করেন লোপেস, এর মেয়াদ ছিল ২০২৯ সালের জুন পর্যন্ত। স্প‍্যানিশ সংবাদমাধ‍্যমের প্রতিবেদন অনুযায়ী, বেতন বাড়িয়ে এবং পারফরম‍্যান্সের জন‍্য বোনাস যুক্ত করে সেটাই বাড়ানো হলো আরও দুই বছরের জন‍্য।
স্পেনের এই প্রতিভাবান মিডফিল্ডারকে দলে ভেড়াতে দীর্ঘদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছে চেলসি। ২০১৬ সালে রিয়াল বেতিস ছেড়ে ১৬ বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেওয়া ফার্মিনকে ঘিরে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তিনি ক্যাম্প ন্যুতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
 
 
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ২৬ ম্যাচ খেলেছেন ফার্মিন, যার মধ্যে ১৮টি ম্যাচে ছিলেন শুরুর একাদশে। ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে ২১টি গোল অবদানে রেখেছেন ১০টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। চলতি মৌসুমে বার্সার হয়ে তাঁর চেয়ে বেশি গোল অবদান রয়েছে শুধু লামিনে ইয়ামাল-এর (১২ গোল, ১২ অ্যাসিস্ট)।
 
 
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট দুটিতেই দুই অঙ্কে পৌঁছানো মাত্র চারজন খেলোয়াড়ের মধ্যে ফার্মিন ও ইয়ামাল দুজনই আছেন। অন্য দুইজনই খেলেন বায়ার্ন মিউনিখের লুইস দিয়াজ (১৪ গোল, ১১ অ্যাসিস্ট) এবং মাইকেল ওলিসে (১৬ গোল, ২০ অ্যাসিস্ট)।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় ফার্মিন লোপেজ

পোস্টার-মাইকিং ছাড়াই তাসনিম জারার নির্বাচনি প্রচারণা

 নির্বাচনকে সামনে রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত

বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১

পাকিস্তানে দফায় দফায় হামলা, নিহত ৯৮