ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৪:২৭ দুপুর

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দলের প্রধান পেসার প্যাট কামিন্স দীর্ঘদিনের পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, কামিন্সকে প্রাথমিক দলে রাখা হলেও তার লাম্বার স্ট্রেস ইনজুরি পুরোপুরি সারেনি। মেডিকেল দলের পরামর্শে তাকে আরো সময় দিয়ে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপে ঝুঁকি না নিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে।ডিসেম্বরের মাঝামাঝি অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পর আর মাঠে নামেননি কামিন্স। জুলাইয়ের পর সেটিই ছিল তার একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। ওই সময় চোটের লক্ষণ দেখা দেওয়ায় অ্যাশেজ নিশ্চিত হওয়ার পর তাকে বিশ্রামে রাখা হয়। কামিন্সের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইসকে। নির্বাচকরা মনে করছেন, তার বাঁহাতি পেস ও সুইং বোলিং দলকে বাড়তি সুবিধা দেবে। পাশাপাশি নিচের দিকে ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন তিনি।

স্পিন-সহায়ক কন্ডিশন মাথায় রেখে মিডল অর্ডার শক্ত করতে ম্যাথু শর্টের জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট রেনশ’কে। অন্যদিকে বিগ ব্যাশ লিগে ভালো পারফরম্যান্স করলেও আবারও উপেক্ষিত হয়েছেন স্টিভেন স্মিথ। তবে স্বস্তির খবরও আছে অস্ট্রেলিয়া শিবিরে। সাম্প্রতিক চোট কাটিয়ে জশ হ্যাজলউড, টিম ডেভিড ও নাথান এলিস বিশ্বকাপ খেলার জন্য ফিট ঘোষণা পেয়েছেন।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয় ও জন্মনিবন্ধন না থাকায় বঞ্চিত পথশিশুরা : সমাজসেবা সচিব

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

২০০ বছরের ইতিহাসে রেকর্ড তুষারপাতের কবলে মস্কো 

শীর্ষ তিনে না থাকলেও ব্যালন ডি’অরের প্রাপ্য ছিলেন দাবি রাফিনহার

পুতিনকে কিয়েভে আসার চ্যালেঞ্জ জেলেনস্কির

বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় নিজেদের অবস্থান জানালো শ্রীলঙ্কা