ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আপত্তি: এবার কি ঝুঁকিতে বিশ্বকাপ?
স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক ইভেন্ট শুরুর প্রাক্কালে ভারতে আয়োজন ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। রাজ্যটির রাজধানী কলকাতায় সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তি জানিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই বলছে, বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই।
পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নতুন কিছু নয়। এই রাজ্যে এর আগেও একাধিকবার এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ প্রাদুর্ভাব নিয়ে জানা গেছে, সম্প্রতি দুই নারী নার্স নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। তাদের চিকিৎসার জন্য আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিকে স্বাস্থ্য জরুরি অবস্থা বলা অতিরঞ্জিত। এটি একটি স্থানীয় পর্যায়ের প্রাদুর্ভাব এবং বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্য সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে উন্নত নজরদারি, ল্যাবরেটরি পরীক্ষা এবং মাঠপর্যায়ে তদন্ত চালানো হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে সময়মতো সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত নিপাহ ভাইরাসের নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একই ধরনের বক্তব্য দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত নিপাহ ভাইরাসের নতুন কোনো কেস পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতির ভিত্তিতে ভ্রমণ কিংবা বাণিজ্যের ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপের সুপারিশ করা হয়নি।
বিশ্বকাপের আয়োজক সংস্থা হিসেবে বিসিসিআই যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে সবসময় সরকারি সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করে থাকে। তবে এই ক্ষেত্রে নিপাহ ভাইরাসের ভয়াবহতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, সেটিকে তারা ভীতি ছড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছে। ভারত সরকারও এ ধরনের ভুল তথ্য ছড়ানো নিয়ে সতর্ক করেছে।
আরও পড়ুনবিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। বড় কোনো টুর্নামেন্টের আগে স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা থাকে। এখন পর্যন্ত তারা তেমন কোনো ঝুঁকি শনাক্ত করেননি। যদি আক্রান্তের সংখ্যা বাড়ে, তাহলে স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এটি আতঙ্ক ছড়ানোর চেষ্টা ছাড়া কিছু নয়।
নিপাহ ভাইরাসে আক্রান্ত সর্বশেষ দুই রোগী শনাক্ত হয়েছেন বারাসাতে। এই এলাকা ইডেন গার্ডেন্স থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে। এরপরও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানানো হয়েছে। ম্যাচগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
বিসিসিআই কর্মকর্তা আরও বলেন, কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সবকিছু নিরাপদ রয়েছে। সরকার বা স্থানীয় প্রশাসন যদি ভিন্ন কোনো পরামর্শ দেয়, তাহলে সেই অনুযায়ী পরিকল্পনা করা হবে। আপাতত নিপাহ ভাইরাস নিয়ে বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের কোনো আলোচনা নেই।
মন্তব্য করুন

-697c779938461_medium_1769777670.jpg)
_medium_1769773747.jpg)

_medium_1769696153.jpg)




