ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:৫৯ দুপুর

আবারও বেনফিকার সামনে রিয়াল

আবারও বেনফিকার সামনে রিয়াল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিগ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ-বেনফিকার রুদ্ধশ্বাস লড়াইয়ের রেশ এখনও শেষ হয়নি। এর মধ্যেই উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের ড্র আবারও দুই দল মুখোমুখি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করার লড়াইয়ে ফেব্রুয়ারিতেই দু’বার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ-বেনফিকা। সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত প্লে-অফ ড্রতে এই লাইনআপ চূড়ান্ত হয়েছে।

বুধবার রাতে একই সময়ে শুরু হওয়া লিগ পর্বের ১৮টি ম্যাচের মধ্যে রিয়াল-বেনফিকা ম্যাচ শেষ হয়েছিল সবার শেষে। খেলা যোগ করা সময়ে গড়ানোর সময় রিয়ালের দরকার ছিল এক গোল করে সেরা আটের মধ্যে থাকা, যাতে প্লে-অফে না খেলতে হয়। আর বেনফিকার দরকার ছিল এক গোল করে ২৪তম হয়ে প্লে-অফ নিশ্চিত করা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের গোলে বেনফিকাই লক্ষ্য পূরণ করে, রিয়ালকে নবম হয়ে নেমে যেতে হয় প্লে-অফে। লিগ পর্বের ৯ম থেকে ২৪তম দলকে নিয়ে আজ ছিল প্লে-অফের ড্র। নিয়মানুযায়ী রিয়ালের প্রতিপক্ষ হওয়ার কথা ২৩তম বোডো/গ্লিমট অথবা ২৪তম বেনফিকা। ড্রয়ে বেনফিকার নামই উঠেছে।

আরও পড়ুন

রিয়াল-বেনফিকা ছাড়াও ড্রতে আরেকটি রোমাঞ্চকর ‘ম্যাচ-আপ’ হচ্ছে মোনাকো-পিএসজি। দুই দলই লিগ আঁ-তে খেলে। দুই লেগের প্লে-অফে প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগের ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বেনফিকার সামনে রিয়াল

সম্ভাব্য মার্কিন হামলা : সরাসরি ইরানের পক্ষ নিলো তুরস্ক

ভারত বিশ্বকাপে থাকছেন বাংলাদেশি দুই আম্পায়ার

৭০ হাজার ফিলিস্তিনি হত্যার কথা স্বীকার ইসরায়েলের

টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই যুবকের 

তথ্যপ্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ কর্মসংস্থান তৈরি করবে : মাহদী আমিন