ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৪:১৭ দুপুর

বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় নিজেদের অবস্থান জানালো শ্রীলঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় নিজেদের অবস্থান জানালো শ্রীলঙ্কা,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না লিটনরা। এবার চলমান এই বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। 

এসএলসি’র সচিব বান্দুলা দিসানায়েকে জানিয়েছেন, ভারত-পাকিস্তান-বাংলাদেশকে ঘিরে এই টানাপোড়েনে কলম্বো সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ায় শুরু হয় সঙ্কট। বাংলাদেশের পেসারকে বাদ দেওয়ার কারণ নিয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করেনি। তবে ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ। 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে এ বিষয়ে মুখ খুলেছেন দিসানায়েকে। তিনি বলেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার এই বিরোধে আমরা নিরপেক্ষ অবস্থানেই থাকছি। এই তিনটি দেশই আমাদের বন্ধুপ্রতিম। তিনি আরও জানান, প্রয়োজন হলে ভবিষ্যতে এই তিন দেশের যেকোনোটির জন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে শ্রীলঙ্কা সবসময় প্রস্তুত। আঞ্চলিক ক্রিকেটে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই তাদের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

এদিকে, দেশটির ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেন, বিশ্বকাপ যেন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয়, এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি নিশ্চিত করেন, উচ্চঝুঁকির ম্যাচগুলোতে, বিশেষ করে ভারত-পাকিস্তান লড়াইয়ে বাড়তি গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সব মিলিয়ে, বাংলাদেশ ইস্যুতে উত্তাল ক্রিকেট রাজনীতির মাঝেও নিরপেক্ষতা আর স্থিতিশীলতার বার্তাই দিচ্ছে শ্রীলঙ্কা। সূত্র : ক্রিকটেকার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় নিজেদের অবস্থান জানালো শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রে ‘এপস্টেইন নথি’ প্রকাশ, বহুবার ট্রাম্পের নাম আসায় চাপে প্রশাসন

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত ও জাপা প্রার্থীকে বিচারিক কমিটির শোকজ

খোকসায় ককটেল তৈরীর সময় আটক ০২

সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে জামায়াতের প্রধান কাজ : সোহেল

সিরাজগঞ্জের পথে শাজাহানপুরে পথসভায় তারেক রহমান