ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:২৯ দুপুর

সিরাজগঞ্জের পথে শাজাহানপুরে পথসভায় তারেক রহমান

সিরাজগঞ্জের পথে শাজাহানপুরে পথসভায় তারেক রহমান, ছবি: দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এলাকার উন্নয়নসহ সার্বিক দেখভালের দায়িত্ব বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোরশেদ মিল্টনকে দেওয়া হয়েছে। আপনারা মিল্টনকে বিপুল ভোটে বিজয়ী করুন এবং তার পাশে থাকুন। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে শাজাহানপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গাড়ি থামিয়ে নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতার উদ্দেশ্যে গাড়ির ভেতর থেকে হ্যান্ড মাইকে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথাগুলো বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, বগুড়া-৭ আমার নিজের এলাকা, আমার বাড়ি। তাই অন্য এলাকায় বেশি গুরুত্ব দিতে হবে। তারেক রহমান শাজাহানপুরে পথসভায় বক্তব্য রাখবেন এমন সংবাদে সকাল থেকেই উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতার সমাবেশ ঘটতে থাকে। 

উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সকাল ১০টায় পথসভার কথা বলা হলেও দুপুর ১টা ৮ মিনিটে শাজাহানপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছান দলের চেয়ারম্যান তারেক রহমান। এসময় উপজেলা, ইউনিয়ন, পৌর এলাকা ও প্রত্যন্ত গ্রাম থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতা তারেক রহমানকে হাত নেড়ে স্বাগত জানান। সেই সাথে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সময় স্বল্পতার কারণে পথসভার মঞ্চে না উঠে গাড়ির ভিতরে দাঁড়িয়ে তিনি হ্যান্ড মাইকে বক্তব্য রাখেন। 

আরও পড়ুন

পথসভায় সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথি ছিলেন-বগুড়া-৭ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোরশেদ মিল্টন। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা খাদেমুল ইসলাম খাদেম, মঞ্জুর কাদের মন্টু,  মোজাফ্ফর রহমান, ইদ্রিস আলী সাকিদার, এনামুল হক এনাম, নুরুল আজাদ, রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, হাফিজার রহমান কাজল, বাদশা আলম, আতাহার আলী কাইয়ুম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন, এমরান হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল বাসেদ, যুবদল নেতা বেলাল হোসেন বাবু, সাজেদুর রহমান সাজু, রেজাউল করিম, জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক মোস্তাফিজার রহমান, কৃষকদল সভাপতি রেজা তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, মহিলা দল সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক ফেরদৌসী সুমি, উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান সাহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজীনুর, জাসাস সভাপতি  আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের পথে শাজাহানপুরে পথসভায় তারেক রহমান

উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

বেগমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণ নিহত, আহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী ও শিশু নিহত

ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে : তারেক রহমান

নৌকা-ধানের শীষ-লাঙ্গল দেখা শেষ, এবার জনগণ পরিবর্তন চায় : জামায়াত সেক্রেটারি