ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:১৭ দুপুর

শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা অংশ নিয়েছেন। বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর্মবিরতির প্রভাবে কার্গো বার্থ, সিসিটি ও এনসিটিতে কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে জাহাজের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন তারা। 

চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল আজিম বলেন, সকাল থেকেই বন্দরের শ্রমিক-কর্মচারীরা কোনো কাজ করছেন না। বন্দরের কোনো যন্ত্রপাতি আজ সকাল থেকে চালু হয়নি। তিনি জানান, বিকেল ৪টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। একই দাবিতে রোববারও একই সময়ে কর্মবিরতি পালন করা হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার দুদিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।  এর আগে বৃহস্পতিবার বন্দর ভবনের ভেতরেও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ ঘটনার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক অফিস আদেশে আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

শিক্ষা ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন করতে চাই : জামায়াত আমির

গেজেটভুক্ত আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম বাদ দিলো সরকার

আগামী নির্বাচনে কেউ ভোট হরণ করতে চাইলে রুখে দেওয়া হবে : আসিফ মাহমুদ

বগুড়া ত্যাগ করছেন তারেক রহমান |