ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০১:১৮ দুপুর

বগুড়া-৩ মার্চ ফর দাঁড়িপাল্লা

আগামী নির্বাচনে কেউ ভোট হরণ করতে চাইলে রুখে দেওয়া হবে : আসিফ মাহমুদ

আগামী নির্বাচনে কেউ ভোট হরণ করতে চাইলে রুখে দেওয়া হবে : আসিফ মাহমুদ, ছবি: দৈনিক করতোয়া।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে বগুড়া জেলাকে উন্নয়নের মডেল করা হবে। দুপচাঁচিয়াতে ফ্লাইওভার ও সান্তাহারে আন্ডারপাস নির্মাণ করা হবে। বগুড়া এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের এয়ারপোট নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, বগুড়া-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি একজন সফল ইউপি চেয়ারম্যান, তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারবেন। 

আসিফ মাহমুদ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, আপনারা শেখ হাসিনাকে ফিরে আনার চেষ্টা করছেন। বাকশাল কায়েমের পরও আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন। এবার যদি ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ফিরে আনতে চান সেটা হবে ভুল সিদ্ধান্ত। এই তৎপরতা বন্ধ করুন। আপনাদের ভুলের খেশারত আপনাদেরকেই দিতে হবে। তিনি এ আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। আর কেউ যেন স্বৈরাচার হতে না পারে, চাকরিতে আর যেন কাউকে ঘুষ দিতে না হয়, এজন্য গনভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানান। 

তিনি আজ শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত মার্চ ফর দাঁড়িপাল্লা উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

আরও পড়ুন

উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও এড. সাইফুল ইসলাম ও সোহেল রানার সঞ্চালনায় আদমদীঘি টু সান্তাহার মার্চ ফর দাঁড়িপাল্লা পূর্ব জনসভায় আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুল হক সরকার, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তাহমিম ইমতিয়াজ, এনসিপি’র কেন্দ্রীয় নেতা ফয়সাল মাহমুদ, কাহালু-নন্দীগ্রাম জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফাইসাল, রাকসু ভিপি মোস্তাকুর রহমান, জকসু জিএস আব্দুল আলিম আরিফ, জেলা ছাত্র শিবির সভাপতি সায়েদ কুতুব সাব্বির, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলাম, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুছ আলী, আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা এনামুল হকসহ জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতৃবর্গ বক্তব্য রাখেন। জনসভা শেষে সান্তাহার অভিমুখে মার্চ ফর দাঁড়িপাল্লা রোড মার্চ কর্মসূচি পালন করা হয়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচনে কেউ ভোট হরণ করতে চাইলে রুখে দেওয়া হবে : আসিফ মাহমুদ

বগুড়া ত্যাগ করছেন তারেক রহমান |

চীনের সঙ্গে সম্পর্ক না রাখাটা ‘বোকামি’: কিয়ার স্টারমার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান করলেন নির্মাতা নিয়ামুল

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে 

ডিআর কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত