ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:১০ দুপুর

নৌকা-ধানের শীষ-লাঙ্গল দেখা শেষ, এবার জনগণ পরিবর্তন চায় : জামায়াত সেক্রেটারি

নৌকা-ধানের শীষ-লাঙ্গল দেখা শেষ, এবার জনগণ পরিবর্তন চায় : জামায়াত সেক্রেটারি, ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-এ তিনটি দল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনে এ তিন দলকে ‘না’ বলতে হবে। নৌকা,  ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ। এবার জনগণ পরিবর্তন চায়। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জামায়াত আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ৫ আগস্টের পর সারাদেশে পাথর দিয়ে মানুষ হত্যা, শেরপুরে লাঠিপেটা করে মানুষ হত্যার প্রসঙ্গ তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে তো আওয়ামী লীগ ছিল না। তাহলে চাঁদাবাজি আর মানুষ হত্যা কারা করেছে। সেটা জনগণ দেখেছে। দুর্নীতি রুখতে, সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে ড. শফিকুর রহমানের নেতৃত্ব দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌকা-ধানের শীষ-লাঙ্গল দেখা শেষ, এবার জনগণ পরিবর্তন চায় : জামায়াত সেক্রেটারি

ফিলিস্তিনি ইস্যুতে ক্ষমতাবানদের কাপুরুষ বললেন গার্দিওলা 

মিয়ানমারে নির্বাচনে জান্তা সরকারের বিমান হামলায় নিহত ১৭০

ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১৫

যারা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায়, তারা দেশের ক্ষতি করতে চায় : ফখরুল

আবারও বেনফিকার সামনে রিয়াল