বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
বরিশালের হিজলা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মোস্তফা সিকদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করছে সেনাবাহিনী। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের চর কুশুরিয়া গ্রামে এই বিশেষ অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। আটক মোস্তফা সিকদার হিজলা গৌরব্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৭ পদাতিক ডিভিশনের অধীনে থাকা ৪১ বীরের একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালান। ৪১ বীরের অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৬০ জন সেনাসদস্য শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে চর কুশুরিয়া এলাকায় তল্লাশি শুরু করেন, যা শনিবার সকাল ১০টা পর্যন্ত চলে।
আরও পড়ুনঅভিযান চলার সময় আটক মোস্তফা সিকদারের কাছ থেকে ১২টি দেশীয় ধারালো অস্ত্র, একটি চাইনিজ কুড়াল এবং তিনটি মোবাইল ফোন (এর মধ্যে দুটি স্মার্টফোন ও একটি বেসিক ফোন) উদ্ধার করা হয়। এ সময় আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
একই সঙ্গে জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1769858951.jpg)

_medium_1769856579.jpg)





