ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:৩০ বিকাল

৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপটে খেয়েছে : গোলাম পরওয়ার

৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপটে খেয়েছে : গোলাম পরওয়ার

৫৪ বছর দেশ লুটেপুটে খেয়েছে, এবার শান্ত হয়ে জামায়াত ইসলামকে দেশ চালানোর সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পক্ষে ভোটের আবেদন জানান। 

সমাবেশে তিনি বলেন, 'দাড়িপাল্লায় গ্রামে গ্রামে যে জোয়ার উঠেছে, তা দেখে অনেকের মাথা এলোমেলো হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র ভোট দিয়ে দেশকে শাসনের পথ দেখাতে হবে। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের বিজয়ী করতে হবে।'

তিনি আরও উল্লেখ করেন, 'ক্ষমতায় গেলে একটি দল জাতির কাপড় খুলে নেবে। ক্ষমতা যাওয়ার আগই ওই দল মানুষ খুন করে, চাঁদাবাজি করে, হিন্দু বাড়ি বাড়ি গিয়  হুমকি দয়, তাদের কাছে এ দেশের জানমাল নিরাপদ নয়।' 

আরও পড়ুন

গোলাম পরওয়ার বলেন, 'আমরা তিনবার যারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে, তাদের আর সুযোগ দেব না। প্রধানমন্ত্রীকে সংবিধান ও আইনের আওতায় অসীম ক্ষমতা দেয়া হয়েছে, কিন্তু আমাদের সংস্কারের মাধ্যমে ক্ষমতাকে লাগাম টেনে ধরেছি।'

সমাবেশে চাঁদপুর-৩ আসনের প্রার্থী শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএসসহ কেন্দ্রীয় জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ এবং দলের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটানের জালে ১২ গোল বাংলাদেশের মেয়েদের

৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপটে খেয়েছে : গোলাম পরওয়ার

নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

আজহারিকে ধন্যবাদ জানিয়ে যা লিখলেন চিত্রনায়িকা বর্ষা

বন উজাড় ও বন্যপ্রাণীর বিলুপ্তি

প্রয়োজন যোগ্য নেতৃত্বে জনবান্ধব সরকার