নওগাঁর রাণীনগরের শফিকপুর কারিগরি কলেজ, বাইশ বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত
বাইশ বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত নওগাঁর রাণীনগরে শফিকপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠার পর থেকে ওই কলেজের শিক্ষক ও কর্মচারীরা বেতন পাচ্ছেন না। ২০০৪ সালে কলেজটি প্রতিষ্ঠার পর প্রতি বছরই শতাধিক শিক্ষার্থী কারিগরি বিষয়ে পাশ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছে। বিদ্যাপিঠটি ফলাফলের দিকেও ভালো অবস্থান ধরে রাখলেও ২২বছর ধরে তারা বেতন ভাতা পাচ্ছেন না।
ক্লাস রুমের স্বল্পতা, ভঙ্গুর কক্ষ ও নষ্ট হওয়া টিনের ছাউনির নিচে বছরের পর বছর শিক্ষা গ্রহণ করছে ওই অঞ্চলের শিক্ষার্থীরা। শফিকপুর এলাকা উপজেলার শেষ সীমানা হওয়ায় ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দূরে। এছাড়া কারিগরি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের আশেপাশে হওয়ায় ইচ্ছে থাকলেও সেগুলোতে ভর্তি হওয়া সম্ভব হয় না।
কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ জানান যুগের পর যুগ অবহেলিত এই অঞ্চলে কারিগরি শিক্ষা ছড়িয়ে আসছে কলেজটি। কিন্তু এখন পর্যন্ত সরকারের কোন বড় ধরণের সুবিধা পায়নি অবহেলিত এই প্রতিষ্ঠানটি। কলেজের ৫টি কক্ষের মধ্যে ৩টি কক্ষে পাঠদানের কার্যক্রম চলমান রাখা হয়েছে। নষ্ট হওয়া টিনের ছাউনির কক্ষ পরিত্যক্ত হলেও বাধ্য হয়ে সেখানে অফিস ও পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষকদের বসার জন্য নেই ভালো কোনো কক্ষ।
আরও পড়ুনউপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: রাকিবুল হাসান জানান প্রতিষ্ঠানটির খুবই দুরাবস্থা। উপজেলা প্রশাসনের সামান্য বরাদ্দ দিয়ে বিদ্যাপিঠের তেমন উন্নয়ন করা সম্ভব নয়। তবুও যতটুকু পারা যায় চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানের এমন দূরাবস্থার কথা জানানো হয়েছে।
মন্তব্য করুন







