পাবনার ভাঙ্গুড়ায় বৃদ্ধার লাশ উদ্বার
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া-মন্ডতোষ রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে বুদ্বি প্রতিবন্ধী ষাটোর্ধ্ব এক বৃদ্ধার লাশ পুলিশ উদ্বার করেছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এলাকাবাসীর সংবাদে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকেবৃৃদ্ধার লাশ উদ্বার করে থানা হেফাজতে নেয়।
নিহত বৃদ্ধার লাশের সুরতহালের সময় তার দেহে প্রাপ্ত এনআইডি কার্ডে তার পরিচয় পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার শরিফাবাদ গ্রামের খগেন্দ্রনাথ সিংহের স্ত্রী পার্বতি রাণী সিংহ (৬৪) বলে ধরে নেয়া হয়।
পুলিশের ধারণা, গতকাল শুক্রবার রাতের কোন একসময় নিহত পার্বতি রাণী সিংহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে সড়কের পাশে পড়ে ছিল। জঙ্গলের মধ্যে লাশের গন্ধ পেয়ে শেয়াল-কুকুর-পাখির উপস্থিতি দেখে এলাকাবাসী ভাঙ্গুড়া থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
আরও পড়ুনভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা সুব্রত সাহা জানান, নিহত পার্বতি রাণী সিংহ একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন







