সিরাজগঞ্জ-১ আসনের নারী প্রার্থী মল্লিকা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় ৬টি সংসদীয় আসনে মোট ৩৯জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এরমধ্যে সিরাজগঞ্জ-১ ও ৬ আসনে দুই নারী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতীক পাওয়ার পর থেকে তারা মাঠ চষে বেড়াচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে বড় দলগুলো নারী অধিকারের কথা বললেও জেলার কোন আসনেই তারা প্রার্থী দেয়নি।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে প্রার্থী হয়েছেন গণঅধিকার পরিষদ (জিওপি) সিরাজগঞ্জ জেলা কমিটির যুড়মস সদস্য সচিব মল্লিকা খাতুন। এমএসসি পাশ করা ৩০ বছর বয়সী অবিবাহিত এই নারী সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের রুপেরবেড় গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। ছোটবেলা থেকেই মানুষকে নিয়ে কাজ করার মানসিকতা তাকে আজকে নির্বাচনের মাঠে আসতে সহায়তা করেছে।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৯৪ হাজার ৬৭২ জন। এরমধ্যে নারী ভোটারের ১ লাখ ৯৯ হাজার ৫৫৫। আসনটিতে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার বিকেলে কথা হয় মল্লিকা খাতুনের সাথে। তিনি নির্বাচন বিষয়ে তার ভাবনার কথা তুলে ধরেন। মল্লিকা বলেন, ‘আমি সাধারণ কৃষক পরিবারের সন্তান। পড়ালেখা শেষ করেছি। এখন জনসেবার ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি।
আরও পড়ুনসাধারণ মানুষের পাশে থেকে মানবিকতা ও তাদের কল্যাণে কাজ করতে চাই।’ ভোটের মাঠে প্রতিবন্ধকতার প্রসঙ্গে মল্লিকা বলেন, ‘আমি নির্বাচনি প্রচারণা করতে গিয়ে কোন প্রতিবন্ধকতার মুখোমুখি এখনও হইনি। বরং জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ আমাকে গ্রহণ করেছেন। তারা আমার পাশে রয়েছেন এবং তাদের সাথে নিয়েই আমি নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছি। জয়ের ব্যাপারেও আমি আশাবাদী।’
মন্তব্য করুন







