ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৮ রাত

নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের : তারেক রহমান

সংগৃহিত,নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বহু কষ্টে, অনেক রক্ত দিয়ে আমরা পুনরায় স্বাধীনতার স্বাদ পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। ১২ তারিখের নির্বাচন শুধু নির্বাচন হলে চলবে না, নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ৫ আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল, সেভাবে ১২ তারিখে ভোট দিতে হবে।


যদি ১২ তারিখের ভোটে গণতন্ত্রকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা না করি, তাহলে গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। ভোটের আগের দিন থেকে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে।’ তিনি বলেন, ‘আগামী দিন ভাগ্য গড়ার দিন, আগামী দিন দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে দেশ উন্নয়নের।

এ দেশ কোনো দলের না, এ দেশ কারো ব্যক্তিগত না—এ দেশ কোটি জনগণের দেশ।’ শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার এই ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়।

আরও পড়ুন


বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। ১২ তারিখে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করব।’
তিনি বলেন, ‘এই টাঙ্গাইল থেকে তৈরি তাঁতের শাড়ি-টুপি দেশের বিভিন্ন দেশে যায়। আমরা পরিকল্পিতভাবে যদি চেষ্টা করি তাহলে বিদেশের বাজার ধরতে পারি।


আপনাদের এলাকায় প্রচুর আনারস চাষ হয়। টাঙ্গাইলে নতুন করে পাটশিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে আমরা চেষ্টা করলে এ পাটশিল্পকে বিদেশে রপ্তানি করা সম্ভব। আজকে যদি আমাদের দেশ গড়তে হয়, আজ যদি ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। জনসভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার ৮টি আসনের দলীয় প্রার্থীকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের : তারেক রহমান

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ওষুধ জব্দ

শ্রীনগরে ছিনতাইয়ের জন্য অটোরিকশা চালককে হত্যা

উপস্থাপনায় ও মডেলিং-এ আলোচিত আলোকিত অর্চি

বিএনপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বগুড়ার কাহালুতে মারপিটের ঘটনার ১৩ দিন পর আহত তৈয়ব আলীর মৃত্যু, গ্রেফতার-৩