ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৩ রাত

বগুড়ার কাহালুতে মারপিটের ঘটনার ১৩ দিন পর আহত তৈয়ব আলীর মৃত্যু, গ্রেফতার-৩

বগুড়ার কাহালুতে মারপিটের ঘটনার ১৩ দিন পর আহত তৈয়ব আলীর মৃত্যু, গ্রেফতার-৩

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলায় বসতবাড়ির জায়গা নিয়ে মারপিটের ঘটনায় ১৩ দিন পর আহত মো. তৈয়ব আলী(৫৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত ১৬ জানুয়ারি বিকেলে উপজেলার দামাই কারিগর পাড়া গ্রামে। নিহত মো. তৈয়ব আলী ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

জানা গেছে, বাড়ির জায়গা নিয়ে তৈয়ব আলীর সাথে তার দুই ভাই বাবু মিয়া(৫৫)ও আনোয়ার আলীর(৬০)মধ্যে বিরোধ চলছিল। গত ১৬ জানুয়ারি বিকেল ৩ টার দিকে উল্লেখিত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাইসহ আনোয়ারের দুই ছেলে মেহেদী (২৪) ও রায়হান আলী (২২) তৈয়ব আলীকে মারপিট করলে সে গুরুতর আহত হয়।

তৈয়ব আলীকে প্রথমে কাহালু উপজেলা হাসপাতালে পরবর্তীতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এঘটনায় পুলিশ বাবু মিয়া, মেহেদী ও রায়হান আলীকে গ্রেফতার করেছে। এদিকে তৈয়ব আলীর মরদেহ মর্গে নেয়া হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত বলেন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে  মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মারপিটের ঘটনার ১৩ দিন পর আহত তৈয়ব আলীর মৃত্যু, গ্রেফতার-৩

আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দেবেন: আন্দা‌লিব রহমান পার্থ

তেহরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটবে না: ইরান

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার

জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ