ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৮ রাত

উপস্থাপনায় ও মডেলিং-এ আলোচিত আলোকিত অর্চি

অর্চি রহমান

অভি মঈনুদ্দীন ঃ অর্চি রহমান বাংলাদেশের এই প্রজন্মের নন্দিত একজন উপস্থাপিকা ও মডেল। রাজধানীর আহসান উল্যাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিদ্যায় পড়াশুনা শেষ করে যদিও বা তিনি একসময় চাকুরী করতেন। কিন্তু উপস্থাপনার প্রতি ভীষণ ভালোলাগার কারণে সেই চাকুরীতে আর থাকেননি। নিজেকে দিনে দিনে ব্যস্ত করে তুলেন উপস্থাপনায়। পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ শুরু করেন।

২০১৩ সালে উপস্থাপনায় তিনি পুরোদমে শুরু করেন চ্যানেল টোয়েন্টিফোর-এ। তখন তিনি এন্টারটেইনম্যান্ট টুয়েন্টি ফোর ও লাইফস্টাইল টোয়েন্টি ফোর নামের দুটো অনুষ্ঠানের উপস্থাপনা করতেন। বিটিভিতেও সেই সময় বেশ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। ২০১৬ সালে তিনি এসএটিভির সেলিব্রেটি টক শো ‘বেলা শেষে’র উপস্থাপনা করেছেন। যার পরবর্তীতে নাম রাখা হয় ‘গল্প কথা’। ২০১৭/২০১৮ সার পর্যন্ত চ্যানেল টোয়েন্টিফোর-এর কাজ শেষে সিদ্ধান্ত নিলেন ফ্রিল্যান্সার হিসেবেই তিনি কাজ করবেন। এরপর শুরু হলো উপস্থাপিকা হিসেবে তার নতুন পথচলা, নতুন দিগন্ত। নতুন এই পথচলায় যুদ্ধ করে নিজের মেধা দিয়ে উপস্থাপনা জগতে নিজেকে আলোকিত করে তুললেন।

বিভিন্ন টিভি শো, স্টেজ শোর নিয়মিত আস্থার একজন উপস্থাপিকায় পরিণত করলেন নিজেকে। অর্চিকে বিজ্ঞাপনে মডেল হিসেবেও উপস্থাপন করে পেয়েছেন দর্শকের ভালোবাসা। অমিতাভ রেজা চৌধুরী, আশফাক উজ জামান বিপুল’সহ আরো বেশ কয়েকজন গুনী নির্মাতার নির্দেশনায় তিনি মডেল হিসেবে কাজ করেছেন। মাছরাঙ্গা টিভির প্রতিদিনের অনুষ্ঠান ‘বিনোদন সারাদিন’ উপস্থাপনা করেন তিনি। মাঝে মধ্যে একই চ্যানেলের ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করেন তিনি। এছাড়াও তিনি বিটিভির, এসএটিভির বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেন। পাশাপাশি একটি জাতীয় দৈনিকের ‘ক্যাফে লাইভের’ও উপস্থাপনা করেন। অর্চির ভীষণ প্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ।

আরও পড়ুন

উপস্থাপনা প্রসঙ্গে অর্চি রহমান বলেন,‘ যে সময়টাতে আসলে উপস্থাপনা শুরু করেছিলাম তখন ভেবেছিলাম নিজের যোগ্যতা দিয়ে কাজ পাবো। কিন্তু এই সময়ে এসে দেখছি যে যোগ্যতা দিয়ে এখানে কাজ হচ্ছেনা। তারপরও আমি আমার যোগ্যতা দিযে যতোটুকু পারছি কাজ করে যাচ্ছি। একজন আর্কিটেক্ট হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম, কিন্তু উপস্থাপনার প্রতি আমার এতো ভালোলাগা, ভালোবাসা যে কারণে এখানেই থেকে গেলাম। অনেক মানুষের ভালোবাসা পাই প্রতিনিয়ত। যা আমার আগামীদিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে কাজ করে। আমি উপস্থাপনায় আরো আরো ভালো করতে চাই। ধন্যবাদ, কৃতজ্ঞতা তাদের যারা নিয়মিত আমাকে সহযাগিতা করে আসছেন, অনুপ্রেরণা দিয়ে আসছেন।’

অর্চির বাবা মোঃ শামসুর রহমান, মা আয়েশা আক্তার পারভীন। একমাত্র বড় ভাইয়ের নাম অভি। ১৬ মে জন্ম নেয়া অর্চি ২০১৭ সালে ইঞ্জিনিয়ার জুনায়েদ আল ইমরানকে বিয়ে করেন। এদিকে গত ৩০ ও ৩১ জানুয়ারি অর্চি গায়িকা-উপস্থাপিকাদের পূর্ব ব্যবহৃত ‘প্রি-লাভড’ ফ্যাশন সংগ্রহ নিয়ে ব্যস্ত ছিলেন। যার অন্যতম উদ্যোক্তা ছিলেন অর্চি। রাজধানীর পান্থপথের পান্থনিবাসের একটি অফিসে এই আয়োজনটি সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে ছিনতাইয়ের জন্য অটোরিকশা চালককে হত্যা

উপস্থাপনায় ও মডেলিং-এ আলোচিত আলোকিত অর্চি

বিএনপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বগুড়ার কাহালুতে মারপিটের ঘটনার ১৩ দিন পর আহত তৈয়ব আলীর মৃত্যু, গ্রেফতার-৩

আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দেবেন: আন্দা‌লিব রহমান পার্থ

তেহরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটবে না: ইরান