হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন ও'হারা মারা গেছেন
হলিউড জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন। তিনি ‘হোম অ্যালোন’, ‘বেস্ট ইন শো’ ও ‘শিটস ক্রিক’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাধে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটিকে এ অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর ম্যানেজার। জানা যায়, কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ও’হারা। শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
দীর্ঘ পাঁচ দশক ধরে হলিউডে কাজ করেছেন ও’হারা। তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল কানাডিয়ান স্কেচ কমেডি সিরিজ ‘সেকেন্ড সিটি টেলিভিশন’ দিয়ে, এমনকি এতে অভিনয়ের জন্য তিনি প্রথমবার এমি পুরস্কার লাভ করেন।
‘আফটার আওয়ার্স, ‘বিটলজুস’ ও প্রথম দুটি ‘হোম অ্যালোন’ ছবিতে অভিনয় করেছেন ও’হারা, যেখানে তিনি ম্যাকাওলে কুলকিনের চরিত্র কেভিনের মা হিসেবে ছিলেন। এ ছাড়া তিনি ক্রিস্টোফার গেস্টের ছবিতে নিয়মিত কাজ করেছেন, যেমন ‘বেস্ট ইন শো’, ‘ফর ইওর কনসিডারেশন’ ও ‘ওয়েটিং ফর গাফম্যান’। তিনি ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’ ও ‘চিকেন লিটল’র মতো জনপ্রিয় অ্যানিমেটেড ফিচারেও কণ্ঠ দিয়েছেন।
আরও পড়ুনসত্তরের দশকে ও’হারা তাঁর ক্যারিয়ারে নতুন জীবন পেয়েছিলেন। তিনি সিবিসি সিরিজ ‘শিটস ক্রিক’-এ ধনী গৃহিণী মোইরা রোজের ভূমিকায় অভিনয় করেন এবং এ জন্য তিনি দ্বিতীয়বার এমি পুরস্কার পান।
ক্যাথরিন ও’হারা হলিউডে একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। ক্যারিয়ার নিয়ে সর্বদা তিনি প্রফুল্ল ও সতর্কমনা ছিলেন। তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ‘বিটলজুস বিটলজুস’ এবং অ্যাপল অ্যাকশন ছবি ‘আর্গিল’।
মন্তব্য করুন




_medium_1769858284.jpg)

_medium_1769797500.jpg)


