ভালোবাসা দিবসে আসছে বিষাদমাখা প্রেমের গল্প ‘নীল রেইনকোট’
করতোয়া বিনোদন : ভালোবাসা দিবসে দর্শকদের জন্য আসছে বিষাদমাখা প্রেমের বিশেষ নাটক ‘নীল রেইনকোট’। ধানমন্ডির একটি পুরোনো ফ্ল্যাটের বারান্দায় প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে অর্পিতার থমকে দাঁড়ানোর গল্পকে কেন্দ্র করে এগিয়ে যায় নাটকের কাহিনি। সেই থমকে যাওয়া এক বিশেষ মুহূর্তের প্রতীক্ষা, যার সঙ্গে জড়িয়ে আছে একটি নীল রঙের রেইনকোট ও নীলক্ষেতের বৃষ্টিভেজা বিকেলে দেওয়া এক অসম্পূর্ণ প্রতিশ্রুতি।
নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানে বৃষ্টির সোঁদা গন্ধে অর্পিতার সঙ্গে শুভ্রর পরিচয় হয়। পরনে নীল রেইনকোট, চোখে বুদ্ধদীপ্ত আভা আর মুখে রবীন্দ্রনাথের কথা—এভাবেই তৈরি হয় তাদের নিঃশব্দ সংযোগ। বিদায়বেলায় শুভ্র বলে যায়, ‘যদি কোনো দিন ফিরে আসি, নীল রেইনকোট পরেই ফিরব’, যা অর্পিতার জীবনে পরিণত হয় দীর্ঘ এক প্রতীক্ষার প্রতীকে। রাস্তায় কোনো নীল রেইনকোট দেখলেই অর্পিতার মনে হয়, এই বুঝি ফিরে এলো তার শুভ্র।
তরুণ লেখক তানভীর হাসান রামিমের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন সময়ের আলোচিত নির্মাতা রুবেল আনুশ।
২০১৯ সাল থেকে নিয়মিত লেখালেখি করা রামিমের গল্প এবারই প্রথম পর্দায় আসছে। নাটকে অর্পিতা ও শুভ্রর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মুখ জিম ও সাদ নাওভি, এটিই এই জুটির প্রথম একসঙ্গে কাজ। পরিচালক রুবেল আনুশ জানান, ভালোবাসা দিবস মানেই শুধু মিলনান্তক গল্প নয়, অপেক্ষা ও বিচ্ছেদও ভালোবাসার গভীর অংশ—সেই ভাবনা থেকেই এই স্যাড-রোমান্টিক গল্পটি নির্মাণ করা হয়েছে এবং নাওভি ও জিম দুজনেই চরিত্রে দারুণভাবে মিশে গেছেন।
আরও পড়ুনপ্রযোজক আকবর হায়দার মুন্নার তত্ত্বাবধানে ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন হিসেবে নির্মিত এই নাটকে আরও অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার আজপুর, আব্রাহাম তামিমসহ অনেকে। আগামী ৬ ফেব্রুয়ারি ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে ‘নীল রেইনকোট’ মুক্তি পাবে।
সংবাদপত্রের পাতা থেকে পর্দায় আসা এই গল্প নিয়ে রোমাঞ্চিত লেখক তানভীর হাসান রামিম বলেন, অপেক্ষার মাঝেও এক ধরনের নীরব সৌন্দর্য থাকে, আর সেই অনুভূতিগুলোই তিনি এই গল্পে ধরার চেষ্টা করেছেন।
মন্তব্য করুন

_medium_1769779329.jpg)
_medium_1769776192.jpg)
_medium_1769775348.jpg)
_medium_1769772798.jpg)
_medium_1769771523.jpg)

_medium_1769797500.jpg)

