আবুল হায়াতের ‘সখিনা’ হলেন মৌসুমী মৌ
অভি মঈনুদ্দীন ঃ বিগত বেশ কয়েকবছর যাবত ঈদে বাংলাদেশের অভিনয় জগতের জবিন্ত কিংবদন্তী অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াত নির্মিত নাটক চ্যানেল আইতে প্রচার হয়। সেই ধারাবাহিকতায় আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য আবুল হায়াত নির্মাণ করেছেন ‘সখিনা’ শিরোনামের একটি নাটক। নাটকটির গল্প রাবেয়া খাতুনের। চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন আবুল হায়াত।
দুদিন আগেই ঢাকার বাইরে নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে বলে জানালেন আবুল হায়াত। এতে সখিনা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। মৌসুমী মৌর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা।
নাটকটির গল্প ও মৌসুমী মৌ প্রসঙ্গে আবুল হায়াত বলেন,‘ সখিনা গ্রামের সাধারণ এক মেয়ে। গ্রামের সবাই তাকে অপয়া বলেই জানে। যে কারণে তার বিয়ে হতোনা। তারপর সখিনার বাবা এক গরীব ছেলের সঙ্গে সখিনার বিয়ে দিয়ে অনেক টাকা দিয়ে সখিনার স্বামীকে বিদেশে পাঠায়। কিন্তু এরপরও সখিনার ভাগ্যে সুখ আসলোনা। এগিয়ে যায় গল্প। নাটেক সখিনা চরিত্রে মৌসুমী মৌ চমৎকার অভিনয় করেছে। মৌ লেখাপড়া জানা মেয়ে, উপস্থাপনায় যেমন ভালো, অভিনয়েও বেশ ভালো। এর আগেও সে আমার দুটো নাটকে অভিনয় করেছে। সখিনা চরিত্রটি বেশ ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমি নির্মাতা হিসেবে সন্তুষ্ট।’
আরও পড়ুনমৌসুমী মৌ বলেন,‘ সালাম কমাণ্ডার, সত্যপুরের চিঠি। কাজটি করে আমি খুবই আনন্দ পেয়েছি। আমি একটি কথা বলতে চাই, গ্রামীন বা শহুরে দুই শ্রেণীর নারীদের একটা সাদৃশ্য থাকে। তাদের জীবনের যে গতিপথ, জীবনবোধ, তাদের যে দুঃখ কষ্টগুলো এই ব্যাপারগুলোতে এক ধরনের সাদৃশ্য থাকে। সখিনা গ্রামের সুন্দরী সাধারন মেয়ে, তার জীবনের এই ব্যাপারগুলো দেখা যায়। তো ব্যক্তি জীবনে সখিনার জীবন শহুরে বা গ্রামের অনেকের সঙ্গে মিলে যাবে। মূলকথা একজন নারী যাই হোক না কেন, সংসার বা পরিবারের সঙ্গে থাকার যে লোভ বা আকাঙ্খা তা অনেকের ক্ষেত্রেই হয়ে উঠেনা। সখিনা চরিত্রটিকে ভীষণ উপলদ্ধি করেছি বলেই আমি মন দিয়ে অভিনয় করতে পেরেছি, কান্নার দৃশ্যে অভিনয় করতে গিয়ে আমাকে গ্লিসারিন ব্যবহার করতে হয়নি। আমি ধন্য যে শ্রদ্ধেয় হায়াত আঙ্কলের নির্দেশনায় কাজ করতে পারছি।’
আবুল হায়াত জানান, আগামী ঈদে নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে। আবুল হায়াত আজ নবাবগঞ্জে রুবেল আনুশের নির্দেশনায় একটি নাটকের কাজ করছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1769776192.jpg)
_medium_1769775348.jpg)
_medium_1769772798.jpg)
_medium_1769771523.jpg)

_medium_1769699485.jpg)


