ভিডিও শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:০৪ বিকাল

জয়পুুরহাটের বাগজানায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষীরা

জয়পুুরহাটের বাগজানায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষীরা

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার বাগজানার পার্শ্ববর্তী এলাকার সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ-ঘাট। চারদিকে হলুদ রঙের সরিষা ফুলের মনোমুগ্ধকর দৃশ্যের সঙ্গে সঙ্গে মৌচাষীরা পার করছেন ব্যস্ত সময়। সরিষা ক্ষেতের পাশে সারি-সারি মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন বিভিন্ন এলাকার মৌ চাষীরা। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মৌবাক্স থেকে মধু সংগ্রহ করছেন তারা।

দিনাজপুর থেকে আসা মৌচাষী সোহেল রানা বলেন, আমরা এর আগে নওগাঁতে ছিলাম। বাগজানায় সরিষার আবাদ ভালো হওয়ায় এখানে এসেছি। শীত ও ঘন কুয়াশার কারণে শুরুতে মৌমাছিগুলো ঠিকমতো বাক্স থেকে বের হচ্ছিল না। এতে মধু সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।

তবে বর্তমানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মৌমাছিরা সরিষা ক্ষেতে গিয়ে মধু সংগ্রহ করে বাক্সে নিয়ে আসছে। সামনে আরও ভালো উৎপাদনের আশা করছি। বর্তমানে প্রতিটি মৌবাক্স থেকে গড়ে ৮ থেকে ১০ কেজি পর্যন্ত মধু পাওয়া যাচ্ছে এবং খুচরা বাজারে প্রতি কেজি মধু ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

‎অপর মৌচাষী হাবিবুল্লাহ মিজান বলেন, সরিষা ক্ষেতে আমরা ২০০টি মৌবাক্স বসিয়েছি। মধু উৎপাদনে আমাদের অনেক টাকা বিনিয়োগ করতে হয়। কিন্তু মধু বিক্রির সময় অনেক সময় ক্রেতা পাওয়া যায় না। কিছু পাইকার থাকলেও তারা ন্যায্য দাম দিতে চায় না। এতে করে প্রায়ই ক্ষতির সম্মুখীন হতে হয়। সরকারি উদ্যোগে যদি মধু সংগ্রহ ও বিপণনের ব্যবস্থা করা হতো, তাহলে আমরা আর্থিকভাবে উপকৃত হতাম।

‎বাগজানার নওদা এলাকার কৃষক রমিজ মন্ডল বলেন, সরিষা ক্ষেতে মৌবাক্স বসানোর ফলে আমাদের অনেক উপকার হচ্ছে। মৌমাছির কারণে পরাগায়ন ভালো হয়, ফলে সরিষার ফলন ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। পাশাপাশি পোকামাকড়ের উপদ্রবও কমে।

আরও পড়ুন

‎মধু কিনতে আসা মৌসুমি বলেন, আমি নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করি। সরিষার জমি থেকে সরাসরি মধু সংগ্রহ করতে দেখে ৫০০ গ্রাম মধু কিনেছি। মধুটি খুবই খাঁটি ও ভালো মানের। আরেক ক্রেতা আরাফাত বলেন, বাজারে অনেক সময় ভেজাল মধু পাওয়া যায়। কিন্তু এখানে সরিষা ক্ষেতের পাশেই মৌবাক্স বসিয়ে প্রাকৃতিকভাবে মধু উৎপাদন করা হচ্ছে। তাই সরাসরি মাঠ থেকেই মধু কিনতে এসেছি।

‎পাঁচবিবি উপজেলার কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিম বলেন, গত বছর পাঁচবিবি উপজেলায় সরিষার উৎপাদন ছিল ৫ হাজার ৭২৫ হেক্টর জমিতে। চলতি ৭ হাজার ১৪০ হেক্টরে জমিতে যা নির্ধারিত লক্ষ্যমাত্রার কাছাকাছি। তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বিগত দিনগুলোতে কৃষকদের মাঝে মৌ বক্স সরবরাহ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে উপজেলায় প্রায় ৮৪০টি মৌবাক্স স্থাপন করা হয়েছে। বর্তমানে ৪ জন মৌখামারি প্রায় ২৮০ কেজি মধু উৎপাদন করেছেন। সরিষা ক্ষেতে মৌবাক্স স্থাপনের ফলে পরাগায়ন বৃদ্ধি পাওয়ায় সরিষার ফলন উল্লেখযোগ্য হারে বাড়ছে। মৌচাষ সম্প্রসারণে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুুরহাটের বাগজানায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষীরা

৮২ বছর বয়সেও চ্যাম্পিয়ন রানী হামিদ

নোয়াখালী যেন গরীবের বউ, সবার ভাবি: হান্নান মাসউদ

পাবনায় ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

বগুড়ার ধুনটে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ