পাবনায় ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চড়ুইমারীতে একটি বাগান থেকে ইমরান হোসেন ওরফে কালু(২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কালু ইউনিয়নের খোড়কা উপুরপাড়া গ্রামের ইকরাম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইমরানসহ কয়েকজন যুবক গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় ওই বাগানের ভিতরে মাদকসেবন করছিলেন। মাদক নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কালুকে তার সাথে থাকা বন্ধুরা ছুরিকাঘাত করলে সে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে অন্য বন্ধুরা পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ ও স্বজনরা।
আরও পড়ুনএ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন






_medium_1769772561.jpg)

