প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ বিকাল
সাধারণ নির্বাচন ও গণভোটের আচরণবিধি একইঃ ইসি সানাউল্লাহ
দুপুরে পটুয়াখালী জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় শেষে
সাধারণ নির্বাচন ও গণভোটের আচরণবিধি একই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ২১ ধারায় বলা হয়েছে, সাধারণ নির্বাচনের জন্য যা যা অনিয়ম গণভোটের জন্যও সেগুলো অনিয়ম। সাধারণ নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোন পক্ষ অবলম্বন করে প্রচার-প্রচারণার সুযোগ নেই।
নির্বাচন কমিশনার আরও বলেন, গণভোট সম্পর্কে নতুন কোন নির্দেশনা দেয়া হয়নি, শুধুমাত্র আইনকে স্পষ্টীকরণ করে তা প্রতিপালনের জন্য বলা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোট নিয়ে মানুষকে অবহিত করতে পারবেন, কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে-বিপক্ষে অবস্থান নিতে পারবেন না।
নির্বাচনি পরিবেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো। নির্বাচনের জন্য আমরা সহায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছি, যাতে শতভাগ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1769772561.jpg)

