ভিডিও শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ বিকাল

বগুড়ার ধুনটে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

বগুড়ার ধুনটে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক নামে এক অটোচালকের বিরুদ্ধে। এতে প্রায় দেড় বছর ধরে ৭টি পরিবারের লোকজনের বাড়িতে চলাচলে চরম বিপর্যয় ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিরারের পক্ষে নুর হোসেন বাদি হয়ে ধুনট থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। নূর হোসেন উপজেলার মথুরাপুর গ্রামের জালাল উদ্দিন সেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায় যে, অনেক আগে থেকেই ওই রাস্তাটি ছিলো এবং লোকজন চলাচল করতো। কিন্ত ভবিষ্যৎতের কথা চিন্ত করে নুর হোসেন তার ভাতিজা রাজ্জাকের বাড়ির পাশ দিয়ে চলাচলের জন্য ২শতক জমি আরেক ভাতিজা ময়নাল হোসেনের কাছ থেকে কিনে নেয়। এর কিছু দিন পর রাজ্জাক তার চাচা নুর হোসেনের কাছ থেকে ওই ২শতক জমি রেওয়াজ দলিল করে নেন। কিন্ত শর্ত ছিলো রাস্তা রাখতে হবে।

আরও পড়ুন

কিন্তু শর্ত অমান্য করে রাজ্জাক রাস্তার জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করে। এতে নুর হোসেনের পরিবারসহ  প্রায় ৭টি পরিবারের চলাচলের প্রতিবন্ধকতার জন্য স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। এই সমস্যার সমাধান চেয়ে নুর হোসেন প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বলেন, আমি রাস্তা দিবো এ রকম কোন শর্ত আমার সাথে ছিলো না। আমাকে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবুল হায়াতের ‘সখিনা’ হলেন মৌসুমী মৌ

স্কয়ার ফুডে চাকরির সুযোগ

তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

দিনাজপুরের বিরলে নালা থেকে লাশ উদ্ধার

জয়পুুরহাটের বাগজানায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষীরা

৮২ বছর বয়সেও চ্যাম্পিয়ন রানী হামিদ