ডোনাল্ড ট্রাম্পের ওপর বিরক্ত, যুক্তরাষ্ট্র ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট
বিনোদন ডেস্ক : হলিউডের অন্যতম অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট আর যুক্তরাষ্ট্রে থাকতে চান না। সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন ‘টুয়াইলাইট’খ্যাত এ অভিনেত্রী। হলিউডে কাজ করা এখন তার জন্য কঠিন হয়ে পড়েছে। সে কারণেই ইউরোপীয় সিনেমায় নিয়মিত কাজ করার পরিকল্পনা করেছেন স্টুয়ার্ট। মার্কিন একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ছাড়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নীতির প্রতি বিরক্ত হয়েই ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাইরে শুটিং হওয়া চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন স্টুয়ার্ট।
নিজের পরিচালনায় প্রথম ছবি ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ছবিটির শুটিং লাটভিয়ায় করতে হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রে সেটি বানানো সম্ভব ছিল না। বর্তমানে লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কে বসবাস করেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তবে যুক্তরাষ্ট্রে থাকবেন কি না-এ প্রশ্নে তার সোজাসাপটা উত্তর, সম্ভবত না। স্টুয়ার্ট বলেন, ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে আমাকে।
আরও পড়ুনতবে এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর সেগুলো যুক্তরাষ্ট্রের মানুষদেরও দেখাব। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় তিনি দাবি করেন, এতে দেশীয় সিনেমা শিল্প সুরক্ষিত হবে। যদিও স্টুয়ার্ট একা নন। ২০২৪ সালের নির্বাচনের পর ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আরো কয়েকজন তারকা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1769698710.jpg)

_medium_1769692759.jpg)
_medium_1769690550.jpg)

_medium_1769687419.jpg)


