ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৯ রাত

ফাতেমা তুজ জোহরার সান্নিধ্যে উচ্ছ্বসিত লাবণ্য

ফাতেমা তুজ জোহরার সান্নিধ্যে উচ্ছ্বসিত লাবণ্য

অভি মঈনুদ্দীন : ফাতেমা তুজ জোহরা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তী গায়িকা। একটা সময় তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিজ্ঞাপন নির্মাতা তাকে মডেল হিসেবেও কাজে লাগিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন।

তবে ফাতেমা তুজ জোহরাকে অনেকেই বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী হিসেবেও আখ্যায়িত করে থাকেন। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন।

এছাড়াও নজরুল পদক, নজরুল ইন্সটিটিউট পদক, নজরুল বিশ্ববিদ্যালয় পদক’সহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। গুনী এই সঙ্গীতশিল্পী একসময় নাটকে অভিনয়ও করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘লাগুক দোলা’,‘ শিউলী মালা’,‘ শেষের রাত্রি’,‘ ঘাটের কথা’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। ১৯৯২ সালে তার প্রথম কবিতার বই ‘যেখানে ভালোর বাস’ প্রকাশিত হয়। তিনি ছড়ার উপর দুটি বই - তাল বাহারি ছড়া ও ছড়ায় গড়ে বোল প্রকাশ করেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক একটি উপন্যাস রচনা করেন।

আরও পড়ুন

২০১৭ সালের অমর একুশে বইমেলায় নজরুলগীতির উপর তার রচিত গীত ও সুরের ভিন্ন ঊর্মিমালায় : নজরুল সঙ্গীত বই প্রকাশিত হয়। এখনো তিনি গানের ভুবনে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন। তারই ধারাবাহিকতায় গত বুধবার বাংলাদেশ বেতারের সাপ্তাহিক সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফোনি’তে সঙ্গীত পরিবেশন করেন। যথারীতি অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য। এর আগেও লাবণ্য’র উপস্থাপনায় এই আয়োজনে অনেক শিল্পীই এসেছেন, গান গেয়েছেন। তবে ফাতেমা তুজ জোহরার এই আয়োজনে আসা এবং সঙ্গীত পরিবেশন করার বিষয়টি লাবণ্য’র কাছে ছিলো এক অন্যরকম ভালোলাগার।

ইয়াসমিন লাবণ্য বলেন,‘ শ্রদ্ধেয় ফাতেমা তুজ জোহরা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক অসাধারন ব্যক্তিত্ব। দীর্ঘদিন পর তিনি বাংলাদেশ বেতারের কোনো আয়োজনে সরাসরি গান গাইতে এসেছিলেন। আমার পরম সৌভাগ্য যে তিনি আমার উপস্থাপনায় এই আয়োজনে গল্পের ফাঁকে ফাঁকে সঙ্গীত পরিবেশন করেছেন। তার আন্তরিকতা, তার সুন্দর কথায়, চমৎকার শব্দ চয়নে এবং তার গানে আমি মুগ্ধ, উচ্ছ্বসিত। আমি সত্যিই ধন্য এমন গুনীজনের সান্নিধ্যে। বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে ইউফোনির উপস্থাপনার সুযোগ করে দেবার জন্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে ইরি-বোরো চাষাবাদে ব্যস্ত কৃষক-কৃষানিরা

বোয়ালখালীতেমধ্যরাতে প্রবাসীর ঘরে তুলকালাম, আহত দুই

ফাতেমা তুজ জোহরার সান্নিধ্যে উচ্ছ্বসিত লাবণ্য

বগুড়ার শিবগঞ্জে বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষে আহত ৪

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে : বগুড়ার জেলা প্রশাসক

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক টাঙ্গাইলে গড়ে তোলা হবে: টুকু