ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

কুড়িগ্রামের রাজারহাটে ইরি-বোরো চাষাবাদে ব্যস্ত কৃষক-কৃষানিরা

কুড়িগ্রামের রাজারহাটে ইরি-বোরো চাষাবাদে ব্যস্ত কৃষক-কৃষানিরা। ছবি : দৈনিক করতোয়া

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন জায়গায় ইরি-বোরো ধান চাষাবাদ পুরোদমে শুরু হয়েছে। তাই চাষাবাদের জমি প্রস্তুত ও ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চারা রোপণের জন্য ট্রাক্টর দিয়ে হাল চাষ করে জমি উর্বর করে নিচ্ছেন। আবার কোথাও কোথাও মহিষ, গরু ও ঘোড়ার হাল দিয়ে আবার কেউ কেউ নিজেই মইয়ে গাছের গুড়ি ফেলে দিয়ে মই টেনে কর্দমাক্ত জমি প্রস্তুত করছেন কৃষক-কৃষানিরা।

উপজেলা কৃষি অফিস জানায়, এবার উপজেলায় ১২ হাজার ২৫০ হেক্টর জমিতে ইরি বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, চাষাবাদের জন্য জমি প্রস্তুতের কাজ শুরু করেছে কৃষকরা। অনেক জায়গায় বিভিন্ন জাতের ইরি-বোরো ধানের চারা রোপণও করছে।

এ মাসের শেষের দিকে এ চাষাবাদ পুরোদমে শুরু হয়েছে বলে জানায় চাকিরপশারতালুক গ্রামের কৃষক সোলায়মান আলী, পাঠক গ্রামের জাকির হোসেন, মানিক মিয়া, রতিরাম কমলও ঝাঁ গ্রামের স্বর্ণকমল মিশ্র, অর্জূণ মিশ্র গ্রামের দুলাল কার্জ্জী।

স্থানীয় কৃষকরা বলেন, ইরি বোরো চাষাবাদে জমি প্রস্তুতে ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু হয়েছে। আবার অনেক জমিতে ইরি-বোরো চারা রোপণ করতে সেচের পানি দিয়ে হাল চাষ করে জমি সমান করতে মহিষ, গরু ও ঘোড়া দিয়ে মই টানা হচ্ছে। আবার অনেক স্থানে চারা লাগানো শুরু হয়েছে। বিশেষ করে জমি থেকে সরিষা উত্তোলনের পরও ইরি বোরো ধানের চারা লাগানো হবে।

আরও পড়ুন

কয়েকদিন আগে প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় ইরি-বোরো বীজতলা কিছুটা বিনষ্ট হয়েছে। তবে এখনও হাট-বাজারগুলোতে ধানের চারা ওঠেনি এবং বিভিন্ন জাতের ধানের চারা কিছুটা সংকট ও মূল্য বৃদ্ধি হতে পারে বলে কৃষকরা আশঙ্কা করছে। তারা আরও বলেন কৃষি শ্রমিক, জমিতে হাল চাষ, সার ও পানি সেচসহ খরচের হারও বাড়তে শুরু করছে। এবার খরচ বেশি হলেও চাষাবাদে কমতি করছে না কৃষকরা। তাই তারা  চাষাবাদে ঝুঁকে পড়ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, প্রতিবছরের ন্যায় উপজেলার বিভিন্ন স্থানে ইরি বোরো চাষাবাদে জমি প্রস্তুত ও ধানের চারা লাগানো শুরু হয়েছে। ইতোমধ্যেই ২৫৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের চারা লাগানো হয়েছে। আশা করা যায়, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চারা রোপণের কাজ শেষ হবে। অধিক ফলনের জন্য সংশ্লিষ্ট কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোনাল্ড ট্রাম্পের ওপর বিরক্ত, যুক্তরাষ্ট্র ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট

ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে চায় রাশিয়া

বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

তারেক রহমানের বগুড়া সফরকে কেন্দ্র করে ভক্ত সমর্থকদের উম্মাদনা

পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করছি ব্যবসা করতে আসিনি : মির্জা ফখরুল

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের কেজিতে দাম কমেছে ১০ টাকা