বোয়ালখালীতেমধ্যরাতে প্রবাসীর ঘরে তুলকালাম, আহত দুই
চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে এক প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়েছে একদল দুর্বৃত্ত।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত পৌনে তিনটার সময় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাদশা মৌলভীর বাড়িতে এঘটনা ঘটে।
প্রবাসী জাকের হোসেন বর্তমানে আবুধাবিতে অবস্থান করছেন। ঘরে তার স্ত্রী ও বৃদ্ধ মা আর বাবা থাকেন। পুরো ঘটনাটি প্রবাসে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পান জাকের হোসেন।
আরও পড়ুনসিসিটিভি ক্যামেরায় ধারণকৃত একটি ফুটেজে দেখা যায় তিনজন যুবক লোহার রড ও দা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে। তারা বিছানায় ঘুমিয়ে থাকা বৃদ্ধ আবদুল হাশেমকে তুলে লোহার রড ও দা দিয়ে আঘাত করে। অন্য রুমে থাকা তার মা বৃদ্ধা সিরাজ খাতুনকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। আহত সিরাজ খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





