সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক টাঙ্গাইলে গড়ে তোলা হবে: টুকু
বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তোলা হবে। এছাড়া, চরাঞ্চলের সমস্যা সমাধানে বেড়িবাঁধ নির্মাণ ও আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় সালাউদ্দিন টুকু বলেন, আগামী ৩১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইল সফরে আসবেন। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। টাঙ্গাইলের যে জনসমাগম হবে এটি স্মরণকালের ইতিহাস হয়ে থাকবে।
আরও পড়ুনএদিকে, জামায়াতের অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে টুকু বলেন, নির্বাচনি প্রচারণায় কাউকে বাধা দেয়ার কোনো ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






