লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেনে কাটা পড়ে মুন্না ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম রেলস্টেশনের অদূরে রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মুন্না ইসলাম পাটগ্রাম পৌর এলাকার স্টেশন রোডের কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুন্না ইসলাম মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিল। এসময় বুড়িমারী স্টেশন থেকে লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনএবিষয়ে পাটগ্রাম থানার ওসি নাজমুল হাসান বলেন, দুর্ঘটনার পর বিষয়টি রেলওয়ে লালমনিরহাট জিআরপি থানাকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন



_medium_1769694689.jpg)

_medium_1769693454.jpg)



