গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে স্বৈরাচার সরকারের আগমন ঘটবে না : ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে দেশে আর কখনো স্বৈরাচার সরকারের আগমন ঘটবে না।
বৃহস্পতিবার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ক্ষমতায় গেলে অনেকে ছলেবলে-কৌশলে চেয়ার আকড়ে ধরে সংবিধান পরিবর্তন করে। গণভোটে ‘হ্যাঁ’ জিতলে এই সিস্টেমের পরিবর্তন ঘটবে।
আরও পড়ুননির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







