গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে স্বৈরাচার সরকারের আগমন ঘটবে না : ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে দেশে আর কখনো স্বৈরাচার সরকারের আগমন ঘটবে না।
বৃহস্পতিবার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ক্ষমতায় গেলে অনেকে ছলেবলে-কৌশলে চেয়ার আকড়ে ধরে সংবিধান পরিবর্তন করে। গণভোটে ‘হ্যাঁ’ জিতলে এই সিস্টেমের পরিবর্তন ঘটবে।
নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155828