ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৫১ বিকাল

রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় সরাইলে বিএনপির কমিটি স্থগিত

রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় সরাইলে বিএনপির কমিটি স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে বিএনপি জোটের প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার একই উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে উপজেলা বিএনপি।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর পর থেকেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। 

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, ওই কমিটির অধিকাংশ সদস্য আমাদের দলীয় প্রার্থীর পক্ষে সন্তোষজনক ভূমিকা পালন করছেন না। অনেকেই দলীয় শৃঙ্খলাভঙ্গ করে ভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। সবার জন্য সতর্কবার্তা হিসেবে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা যদি দলীয় শৃঙ্খলায় ফিরে আসেন, তাহলে ভবিষ্যতে কমিটি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় সরাইলে বিএনপির কমিটি স্থগিত

প্রযোজনায় অভিনেত্রী পুতুল

অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ফুটবল দলে খেলবে বগুড়ার সোনাতলার মিরা

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না: ডা. শফিকুর রহমান

পর্যাপ্ত ঘুমানোর পরও ক্লান্তি লাগে যে কারণে

চট্টগ্রামে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন