সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ছড়ানো যুবক গ্রেপ্তার
সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেবাশীষ মণ্ডল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, গতকাল বুধবার (২৯ জানুয়ারী) রাতে জেলার তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দেবাশীষ মণ্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলানাথ মণ্ডলের ছেলে। সে একজন কলেজ ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে।
মামলার নথির বরাতে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মালয়েশিয়া প্রবাসী। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত দেবাশীষ ওই কিশোরীকে ধর্ষণ করেন। বাধা দিলে কিশোরীকে কামড়ে জখম করা হয় এবং কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন দেবাশীষ। এই কাজে তাকে সহযোগিতা করেন একই গ্রামের হৃদয় ঘোষসহ আরও কয়েকজন।
কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর মা গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আরও পড়ুনমামলার পর ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মামলার ছায়া তদন্তে নেমে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বুধবার সন্ধ্যায় দেবাশীষকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এসআই সোহরাব হোসেন বলেন, র্যাব আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারী )তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1769688732.jpg)
_medium_1769688073.jpg)
_medium_1769687597.jpg)

_medium_1769686597.jpg)
_medium_1769684571.jpg)


