ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:০৩ বিকাল

সাইবার মামলায় ববি কর্মকর্তা কারাগারে

সাইবার মামলায় ববি কর্মকর্তা কারাগারে

সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করা হয়। সেলিনা বেগমের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর সাইবার ট্রাইব্যুনাল কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয় (যার জিআর নং ৭৮৯/২৫ এবং মামলা নং ১৪)।

ওই মামলার শুনানি শেষে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এসএম শরিয়তউল্লাহ তাকে (সেলিনা বেগম) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, সেলিনা বেগমের বিরুদ্ধে একাধিক বিয়ে, সরকারি কর্মকর্তাদের সাথে অস্বাভাবিক সম্পর্ক, বø্যাকমেইল ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির সাবেক এক কালচারাল কর্মকর্তাকে অফিসকক্ষে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

আরও পড়ুন

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, আদালত ও তদন্তকারী কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করায় আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত তার (সেলিনা বেগম) জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে ববি’র উপাচার্যসহ একাধিক প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাই আদালতের বাহিরে গিয়ে কোনো সিদ্ধান্ত কিংবা বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আদালত যে সিদ্ধান্ত দেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধের সাত গুণ

সাইবার মামলায় ববি কর্মকর্তা কারাগারে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন উদযাপন: ৪০২০ জন শিক্ষার্থীর ডিগ্রি অর্জন

মাদ্রাসায় ব্যানার-লিফলেটের মাধ্যমে গণভোটের বার্তা পৌঁছানোর নির্দেশ

ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি মালিকের কারাদণ্ড-জরিমানা

হ্যাকারদের রুখতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার