ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৩ বিকাল

হরিণাকুণ্ডুতে মাদক-অস্ত্রসহ নারী আটক

হরিণাকুণ্ডুতে মাদক-অস্ত্রসহ নারী আটক

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে র‍্যাব-৬।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত তাছলিমা আক্তার ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। 

ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি হোসেন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। হোসেন আলী ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

অভিযানকালে বাড়ি থেকে দুই কেজি গাঁজা ও ৮টি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মাদক ও অস্ত্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাছলিমা আক্তারকে আটক করে র‍্যাব-৬।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, র‍্যাব-৬ এর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আটক নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাকারদের রুখতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

হরিণাকুণ্ডুতে মাদক-অস্ত্রসহ নারী আটক

মেহজাবীনের সঙ্গে অভিনয়ে প্রীতম হাসান

জামায়াতে ইসলামীর নামে ইসলামকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে 

শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার

সিজদা থেকে ওঠার সময় হাতে ভর দেওয়া যাবে?