ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:১৯ বিকাল

লেবুর গন্ধে নাকি মনোযোগ বাড়ে, একথা কি সত্য?

লেবুর গন্ধে নাকি মনোযোগ বাড়ে, একথা কি সত্য?

পড়ার টেবিলে কাটা লেবু, অফিসে সিট্রাস সুগন্ধী রাখেন অনেকেই। তারা বলেন, এতে মেজাজ ফুরফুরে থাকে, মনোযোগ বাড়ে। তবে প্রশ্ন হলো, এটা কি শুধুই অনুভূতি, নাকি এর পেছনে কোনো যুক্তি আছে?

গবেষণা কী জানাচ্ছে?

নিউরোসায়েন্স ও সাইকোলজি-ভিত্তিক একাধিক গবেষণায় দেখা গেছে, পরিবেশে লেবুর মতো সিট্রাস ঘ্রাণ থাকলে মানুষ বেশি সজাগ ও মনোযোগী বোধ করে। বিশেষ করে ক্লান্তি, ঘুমঘুম ভাব বা মানসিক চাপের সময় এই প্রভাব বেশি চোখে পড়ে।

জাপান ও ইউরোপের কিছু গবেষণায় দেখা গেছে, লেবুর সুগন্ধে কাজ করা ব্যক্তিরা তুলনামূলকভাবে কম ভুল করেন এবং কাজের প্রতি মনোযোগ বেশি থাকে। তবে এটি কোনো ‘মস্তিষ্ক শক্তিশালী করার ওষুধ’ নয়, বরং একটি সহায়ক পরিবেশগত উদ্দীপক।

লেবুর গন্ধে থাকা লিমোনিন নামের উপাদান স্নায়ুর মাধ্যমে সরাসরি মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে পৌঁছায়। এই অংশ আবেগ, স্মৃতি ও মনোযোগের সঙ্গে যুক্ত।

গবেষণা বলছে, সিট্রাস গন্ধ ফোকাস বাড়াতে পারে, ঘুমঘুম ভাব কমায় ও মানসিক চাপ কিছুটা কমিয়ে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

আরও পড়ুন

কিছু পরীক্ষায় দেখা গেছে, লেবুর গন্ধে ডোপামিন ও নরএপিনেফ্রিন-এর মতো নিউরোকেমিক্যাল সক্রিয় হয়, যা মনোযোগ ও উদ্যমের সঙ্গে জড়িত।

গন্ধ ও স্মৃতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে - এটা বিজ্ঞানসম্মত। তাই সহায়ক পরিবেশ হিসেবে এটি শেখার অভিজ্ঞতাকে আরামদায়ক করে।

 

সূত্র: ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি, জার্নাল অব অলফ্যাকশন অ্যান্ড গাস্টেশন, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবুর গন্ধে নাকি মনোযোগ বাড়ে, একথা কি সত্য?

গান বাংলার তাপসের আয়কর নথি জব্দের আদেশ

গৌরীপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

এনআরবিসি ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং রোজ ভিউ হোটেলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দুধের সাত গুণ