খাবারের পরে এক টুকরো এলাচ খাওয়ার উপকারিতা
খাওয়ার পর ছোট্ট একটি এলাচ চিবানোর অভ্যাস মানুয়ের অনেকেরই দিনের পর দিন। সাধারণ মশলার মতো দেখালেও, এই সবুজ দানাটির ইতিহাস প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে বিশ্বের নানা রান্নাঘরে ছড়িয়ে আছে। কিন্তু এর সত্যিকারের শক্তি লুকিয়ে আছে শরীরের ভেতরে ঘটে যাওয়া নীরব পরিবর্তনে। আধুনিক গবেষণা বলছে, এলাচ শুধু স্বাদ বাড়ায় না, বরং হজম, ডিটক্স, মুখের স্বাস্থ্য এবং অপ্রয়োজনীয় মিষ্টি খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও প্রভাব ফেলে।
ডিটক্স ও বিপাকক্রিয়ায় সহায়ক
হেলথলাইনসহ বিভিন্ন সূত্র অনুযায়ী, এলাচে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে টক্সিনের ক্ষতি থেকে রক্ষা করে। যকৃত ও কিডনির স্বাভাবিক পরিশোধন প্রক্রিয়াকেও এগুলো সমর্থন করে। খাবারের পর এক–দুইটি এলাচ খেলে রাতারাতি ডিটক্স হবে না, তবে নিয়মিত খেলে বিপাকক্রিয়া উন্নত হয় এবং শরীরের স্বাভাবিক পরিশোধন আরও দক্ষভাবে কাজ করে।
হজমে এলাচের জাদু
এলাচের এসেনশিয়াল অয়েল ও সিনিওল এনজাইম খাদ্য ভাঙতে সাহায্য করে। ফলে পেট ভার, অম্বল বা গ্যাসের সমস্যা অনেকটাই কমে যায়। ভারী বা তেলযুক্ত খাবারের পর এলাচ পাকস্থলীর পেশি শিথিল করেও আরাম দেয়।
মুখের দুর্গন্ধ দূর করে
শতাব্দী ধরে এলাচ মুখের দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহৃত হয়ে আসছে। এর সুগন্ধি তেল মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং লালা নিঃসরণ বাড়িয়ে খাবারের কণা পরিষ্কার রাখে। রসুন-পিঁয়াজ বা মশলাদার খাবারের পর এলাচ চিবানো তাৎক্ষণিক সতেজতা দেয়।
মিষ্টির লোভ কমাতে সহায়ক
আরও পড়ুনএলাচ মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা কমাতেও সাহায্য করতে পারে। এর প্রাকৃতিক মিষ্টি সুবাস মস্তিষ্কে প্রশান্তি আনে, যা অকারণে মিষ্টি খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করে। ‘ইমোশনাল ইটিং’ কমানোর ক্ষেত্রে এর প্রভাব বিশেষভাবে কার্যকর বলে মেডিক্যাল নিউজ টুডে উল্লেখ করেছে।
দৈনন্দিন অভ্যাসে সহজ সংযোজন
প্রতিদিন শুধু দুইটি গোটা এলাচই যথেষ্ট। স্বাদ, সুবাস আর স্বাস্থ্যগুণের সমন্বয়ে ছোট্ট একটি এলাচ অনেক বড় সুবিধা দিতে পারে। সংক্ষেপে, এলাচ শুধুই রান্নার মশলা নয়; এটি প্রাচীন জ্ঞানে ভরপুর একটি প্রাকৃতিক হিলার। খাবারের পর এক টুকরো এলাচ চিবানো আজ বৈজ্ঞানিকভাবে আরও সমর্থিত।
যারা সহজ, নিরাপদ ও প্রাকৃতিক উপায়ে হজম, মুখের স্বাস্থ্য বা দৈনন্দিন ছোট সমস্যা নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য এলাচ হতে পারে নিখুঁত সঙ্গী।
মন্তব্য করুন






_medium_1769263830.jpg)


