রংপুরে হত্যা মামলার ৪ আসামির যাবজ্জীবন
রংপুর প্রতিনিধি : রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির একটি হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছেন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
আসামিরা হলো- রংপুরের মিঠাপুকুর উপজেলার শিমুল মিয়া, রাকিব মিয়া, শফিকুল ইসলাম ও হোসেন মিয়া।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার কুঠিপাড়া এলাকায় আসামিরা রশীদ মিয়া নামে এক মিশুক চালককে হত্যা করে এবং মিশুক ও টাকা নিয়ে পালিয়ে যায়। এঘটনার পরেরদিন নিহতের ছেলে মামুন মিয়া বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী দারোগা তদন্ত শেষে ঘটনার সাথে অভিযুক্ত এই চার আসামির নামে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করে। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এই রায় প্রদান করেন।
আরও পড়ুনসরকারি আইন কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, খুব অল্প সময়ে এই মামলার ন্যায় বিচারের রায় পেয়ে আমরা খুশি। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ জানান, আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাব।
মন্তব্য করুন

_medium_1769516142.jpg)

_medium_1769511450.jpg)

_medium_1769510258.jpg)



