ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:১৬ বিকাল

বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিসে হামলার অভিযোগ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিসে হামলার অভিযোগ, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনি অফিসে হামলা চালিয়ে জামায়াতের তিন নেতাকর্মীকে আহতের অভিযোগ করা হয়েছে। গত ২৬ জানুয়ারি সোমবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন জামায়াতের আমির মোফাজ্জল হোসেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত ২৬ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাই গ্রামে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়। বিএনপি সমর্থিত একদল দাঙ্গাবাজ ও ভাড়াটিয়া সন্ত্রাসী দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শান্তিপূর্ণ নির্বাচনি অফিসে হামলা করে। এই হামলায় জামায়াত কিচক ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি মো. শাহ জালাল, সমর্থক রশিদুল ইসলাম ও আবু তাহের গুরুতরভাবে আহত হন। তাদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে শাহ জালালকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। পাশাপাশি নির্বাচনি অফিস ভাঙচুর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ, সেনাবাহিনী এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

জামায়াতের এই নেতা আরও অভিযোগ করে বলেন, তিনি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। কিন্তু এজাহার গ্রহণের পরও ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে এখন পর্যন্ত দৃশ্যমান কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এই পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠছে, স্থানীয় প্রশাসন কী কোন বিশেষ রাজনৈতিক প্রভাবের কারণে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না? বিষয়টি গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। এই ঘটনার মাধ্যমে নির্বাচন কমিশনের জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশে প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর এভাবে হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন অভিযোগ করে বলেন, শিবগঞ্জে জামায়াত প্রার্থীর ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রশাসন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে বগুড়া-২ আসনে জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবেন। 

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বগুড়া-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিসে হামলার অভিযোগ

বৈশ্বিক সাইবার যুদ্ধ: নতুন প্রজন্মের ঠান্ডা যুদ্ধ

ভোলার প্রতিটি জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার করা হবে: আন্দালিব পার্থ

পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি করছে: আসিফ

ভোটের মাঠে ফ্যামিলি কার্ড

২৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক