ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০১:৪৭ দুপুর

ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল, ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহের নির্বাচনি জনসভায় জনসাধারণের ঢল নেমেছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। ময়মনসিংহ ছাড়াও দলীয় প্রধানের এ জনসভায় জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন।

দুপুর আড়াইটায় নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। এদিকে জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সময়ের সঙ্গে উপস্থিতিও বাড়ছে।

তারেক রহমানের জনসভায় তিনটি জোনে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে থাকবে ৩০ ফিটের রেড জোন। সেখানে বসবেন বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারের সদস্যরা। এরপর মঞ্চের চারপাশে থাকবে ৫ ফিটের একটি বেরিকেড। এতে থাকবেন জনসভার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মঞ্চ থেকে ৩৫ ফিট দূরত্বে দুই পাশে দেওয়া হবে ৩ হাজার চেয়ার। এতে মহিলা দল, পেশাজীবীসহ উপজেলা-পৌর বিএনপির সভাপতি, সম্পাদক এবং জেলার অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বসার জন্য রাখা হয়েছে। এছাড়া জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানা যায়।

আরও পড়ুন

প্রায় দুই দশক সময় পর ময়মনসিংহের জনপদে তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। ময়মনসিংহ বিভাগের চার জেলার সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের জনসভায় পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।  ময়মনসিংহের জনসভা শেষ করে গাজীপুর ও উত্তরায় আরও দুটি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন

আত্মঘাতী গোলে স্বস্তির জয় আল নাসরের

ডাকসু নিয়ে আপত্তিকর মন্তব্য, বহিস্কার জামায়াত নেতা 

আবারও ডিম নিক্ষেপের শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

সাড়ে ৭ লক্ষাধিক প্রবাসীর কাছে পৌঁছেছে পোস্টাল ব্যালট