ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল

বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট কেনার চেষ্টা করছে একটি দল: আমিনুল হক

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মিরপুর-১০ এলাকার শহিদ আবু তালেব উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক অভিযোগ করেছেন, একটি দল ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মিরপুর-১০ এলাকার শহিদ আবু তালেব উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন তিনি।

আমিনুল হক বলেন, তার নির্বাচনি এলাকায় আপাতদৃষ্টিতে লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করলেও একটি দল বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। এর মাধ্যমে তারা ভোট কেনার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এ ধরনের অনিয়ম ও অপতৎপরতার জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমেই দেবে বলে তিনি আশাবাদী।

এর আগে, ও পরে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আমিনুল হক মিরপুর-১০ ও বেনারসি পল্লীসহ সংলগ্ন বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই গণসংযোগের সূচনা হয় মিরপুর-১০ শহিদ আবু তালেব স্কুলসংলগ্ন এলাকা থেকে। সেখান থেকে তিনি রুট-৮ হয়ে ১৪ নম্বর বেনারসি পল্লী, শহীদ মিল্লাত ক্যাম্প, মুসলিম ক্যাম্প, মেইন রোড, বাইতুল মামুর জামে মসজিদ এবং ঝুটপট্টিসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে আমিনুল হক ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট কেনার চেষ্টা করছে একটি দল: আমিনুল হক

রংপুরে হত্যা মামলার ৪ আসামির যাবজ্জীবন

ফ্যাসিস্ট ও সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালানোয় নির্বাচন ভন্ডুলের আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার

কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান

এসএসসি পাসে নিয়োগ দেবে বম্বে সুইটস, ২০ বছর হলেই আবেদন