বগুড়ার শিবগঞ্জে বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষে আহত ৪
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জের পল্লীতে বসত বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ময়দানহাট্টা মজুমদার পাড়ায় গতকাল বুধবার সকালে খয়বর আলীর ছেলে শিপন পৈত্রিক সূত্রে পাওয়া ২০ শতক জায়গায় দীর্ঘদিন যাবত বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন।
কিন্তু হঠাৎ করে পার্শ্ববর্তী কালুগাড়ি গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে মিন্টু মিয়া তার লোকজন নিয়ে শিপনের বাড়িতে হামলা করে প্রাচীর ভেঙ্গে ৩ শতক বসত বাড়ির জায়গা বের করে নেওয়ার চেষ্টা করে।
সেইসাথে বাড়ির সামনে অবস্থিত ১৩ শতক খাসপুকুর জোরপূর্বক দখলে নিতে চায়। এ সময় তাদের কাজে বাঁধা দিলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে মারপিট করলে ৪ জন আহত হন। আহতরা হলেন শিপন (৪০), শিপনের স্ত্রী আছিয়া (৩৩), শিবলু (৩৫) ও কলেজ ছাত্র সজিব (২৫)। আহতরা শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনএব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন








