বগুড়ার আদমদীঘিতে খিরার গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : শত্রুতা করে এক বিঘা জমিতে লাগানো খিরার গাছ উপরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় আড়াইশ’ তাজা গাছ বিনষ্ট হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আদমদীঘির উপজেলার চকসোনার গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের জমিতে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই কৃষক দাবি করেন।
কৃষক সিরাজুল ইসলাম জানায়, প্রতিবেশীর নিকট থেকে প্রায় একবিঘা জমি ১ বছরের জন্য বর্গা নিয়ে সেখানে চাষ আবাদ করে থাকেন। চলতি মৌসুমে ওই বর্গা জমিতে আগাম জাতের খিরার গাছ রোপর করে সেখানে সারসহ পরিচর্যা করে চাষ আবাদ করছেন। গত বুধবার দিনে খিরার জমিতে সেচ দিতে গিয়ে প্রতিবেশীর সাথে বাক বিতন্ডা হয়।
আরও পড়ুনএর পরদিন গতকাল বৃহস্পতিবার রাতে দুবৃর্ত্তরা প্রায় এক বিঘা জমির উপর লাগানো খিরার গাছ মাটি থেকে গোরাসহ তুলে ফেলেছে। সিরাজুল ইসলাম আরো জানায়, গত বছর উক্ত জমিতে খিরাচাষ করে লক্ষাধিক টাকার খিরা বিক্রি হয়েছিলো এবছর আগাম খিরা বাজারজাত করতে পারলে দেড় লাখ টাকার খিরা বিক্রি করা সম্ভব হতো। গতকাল বিকেল ৫ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে কৃষক সিরাজুল ইসলাম জানায়।
মন্তব্য করুন







