ভিডিও শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:৫৪ রাত

পদ্মা পাড়ে দাঁড়িয়ে জামায়াত প্রার্থী বুলবুলের নির্বাচনি ইশতেহার 

পদ্মা পাড়ে দাঁড়িয়ে জামায়াত প্রার্থী বুলবুলের নির্বাচনি ইশতেহার। ছবি : দৈনিক করতোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বিপুল ভোটে বিজয়ী হবার প্রত্যয় ব্যক্ত করে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর পাড়ে জনগণের প্রত্যাশায় জনতার ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা তীরের অবহেলিত ও বিভিন্ন সুবিধাবঞ্চিত ইউনিয়নগুলো নিয়ে একটি নতুন উপজেলা ‘দিয়াড়’ গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি। ইশতেহারে বুলবুল উল্লেখ করেন, বিজয়ী হলে প্রধানত ১৩টি খাতের আওতায় ১০৫টি চিহ্নিত বিষয় নিয়ে কাজ করা হবে।

এরমধ্যে রয়েছে প্রশাসনিক ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি ও চিকিৎসা সেক্টরে উন্নয়ন, চাঁপাইনবাবগঞ্জকে শিল্প ও বানিজ্য নগরী হিসেবে গড়ে তোলা, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা, জনগণের জান-মালের নিরাপত্তা, তরুণদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান, প্রযুক্তি নির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলে ভিশন-২০৪০ ঘোষণা করা এবং চাঁপাইনবাবগঞ্জকে গ্রীন টাউন ক্লিন টাউন হিসেবে গড়ে তোলা। সংশ্লিষ্ট সকলে সহযোগিতা করলে নির্বাচিত হয়ে ১০৫ দফার ইশতেহার বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জামায়াত নেতা এবং সাবেক এমপি লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামসহ নেতা-কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা পাড়ে দাঁড়িয়ে জামায়াত প্রার্থী বুলবুলের নির্বাচনি ইশতেহার 

১২ ফেব্রুয়ারি বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিস্তার স্বপ্ন পূরণে হাত দেয়া হবে : রংপুরে বিশাল জনসভায় তারেক রহমান

সিরাজগঞ্জে লড়ছেন দুই নারী প্রার্থী

দেশপ্রেমিকের অভিনয় আর দেখতে চাই না: জামায়াত আমির

ঠাকুরগাঁওয়ের হরিপুরে যুবসমাজের উদ্যোগে রাস্তা নির্মাণ

নিরাপত্তাজনিত হুমকির কারণে প্রচারণায় বিরতি নিচ্ছেন মেঘনা আলম