প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৮ রাত
কেনো সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ভাবছেন আলিয়া ভাট?
ছবি: সংগৃহীত, কেনো সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ভাবছেন আলিয়া ভাট?
বিনোদন ডেস্ক : ভার্চুয়াল দুনিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নিতে চান বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অংশ নিয়ে এ ইচ্ছার কথা জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, মা হওয়ার পর থেকে সোশ্যার মিডিয়া থেকে বিদায় নেয়ার ইচ্ছা প্রায়ই মনে আসে আলিয়ার। যে কারণে প্রায়ই নিজের একাধিক অ্যাকাউন্ট ডিলেট করে দিতেও ইচ্ছা হয় তার।
আরও পড়ুনকারণ হিসেবে আলিয়া উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়ার ব্যবহার কোনো কাজের মনোযোগ নষ্ট করে। একই সঙ্গে জীবনের অনেক মূল্যবান সময় এতে নষ্ট হয়।
কিন্তু ভক্তদের কথা ভেবে ভার্চুয়াল জগৎ থেকে বিদায় নিতে পারেন না তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সোশ্যাল মিডিয়া হলো একমাত্র মাধ্যম যেখানে ভক্তদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা যায়। দুই পক্ষই নিজেদের অনুভূতি একে অন্যকে জানাতে পারেন। আর এ কথা ভাবলেই আর সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেয়া থেকে আমি পিছিয়ে যাই।
প্রসঙ্গত, বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আলিয়া ভাট বিদায় না নিলেও এর ব্যবহার ও পরিসর কমিয়ে এনেছেন অভিনেত্রী। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে ‘ফলো’ করার জন্য অনুমতি প্রয়োজন হয়। তার লেটেস্ট ইনস্টা ‘আপডেট’ বা ‘আপলোড’ও এখন আর কেউ চাইলেই দেখতে পারেন না।
মন্তব্য করুন

_medium_1769873255.jpg)
_medium_1769871955.jpg)
_medium_1769871128.jpg)
_medium_1769870922.jpg)
_medium_1769863094.jpg)



