মাকে ‘হত্যার’ পর অটোরিকশা ডাকতে গিয়ে ধরা পড়ল ছেলে
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে সুমনকে (৪২) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খড়খড়ি কৃষি ব্যাংকের মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত সোহাগী বেগম (৫৫) নিহতের স্বামী আজিজুল ইসলাম আগে থেকেই মৃত। স্থানীয়দের ভাষ্য, নেশাগ্রস্ত সুমন মায়ের কাছে টাকা চাইলে তা নিয়ে বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের পেটে ও বুকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি মাকে কোলে ও টেনেহিঁচড়ে সড়কে এনে রেখে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।
এরপরে তিনি তার মাকে সড়কের ওপরে শুয়ে রেখে অটোরিকশা ঠিক করতে যান হাসপাতালে নেওয়ার জন্য। সড়কের ওপরে নিথর নারীর দেহ দেখে হইচই পড়ে যায়। এ সময় নিহতের ছেলে সুমনকে স্থানীয়রা জিজ্ঞাসা করে তার মায়ের বিষয়ে। এ সময় পুলিশ আসার খবরে সুমন দৌড়ে তার বাড়িতে গিয়ে রুমের সিটকিনি লাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে সুমনকে ঘর থেকে আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।
আরও পড়ুনচন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








