ভিডিও শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:১৮ রাত

ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে : মুফতী রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে : মুফতী রেজাউল করীম। ছবি : দৈনিক করতোয়া

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনও ক্ষমতার জন্য রাজনীতি করে না, এমপি-মন্ত্রীর জন্য নীতি আদর্শ বিক্রি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, ইসলামের জন্য রাজনীতি করে।

তিনি গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নীলফামারীর কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে হাতপাখার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। তিনি বলেন, একমাত্র ইসলামের পক্ষের বাক্স হল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাতপাখা মার্কা। তাই তরুণ নতুন ভোটারদের আহবান জানাচ্ছি তোমাদের প্রথম ভোটটা হোক ইসলামের পক্ষে।

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, যারা শরিয়া মানে না, যারা শরিয়া মোতাবেক দেশ চালাবে না, এদের মাধ্যমে এ জাতির শান্তি হতে পারে না। আমরা বার বার ৫৪ বছরে সরকার পরিবর্তন দেখেছি, তারা জাতির ভাগ্য বদলাতে পারেনি।

ইসলামী আন্দোলন মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, ইসলামের জন্য রাজনীতি করে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে জেগেছেন তাতে হাতপাখার নীলফামারী-৪ আসনের প্রার্থী আলহাজ মো: শহিদুল ইসলামের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী-২ আসনের প্রার্থী এড. এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইনুল ইসলাম মিঠুন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মুফতী মো: আবু তালহা, নীলফামারী জেলা সভাপতি মৌলভী মো: ইয়াছিন আলী, সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, নীলফামারী-১ আসনের প্রার্থী আলহাজ মো: আব্দুল জলিল, নীলফামারী-৩ আসনের প্রার্থী আমজাদ হোসেন সরকার, ডিমলা উপজেলা সভাপতি মাওলানা আব্দুল গফুর, ডোমার উপজেলা সভাপতি আলহাজ সাইফুল ইসলাম, মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ।

নির্বাচনি জনসভার উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মো: শহিদুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে : মুফতী রেজাউল করীম

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষিতে নতুন সংযোজন হলো পলিনেট হাইজ

দিনাজপুরের কাহারোলে ৬ দিনেও শনাক্ত হয়নি অজ্ঞাত বৃদ্ধার লাশ

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এলো নতুন বার্তা

নির্বাচনের হাওয়া : নানা সমস্যায় জর্জরিত বগুড়া-২ আসন, যা চাচ্ছেন এলাকাবাসী

নবম পে-স্কেল আদায়ে যে আলটিমেটাম দিলেন সরকারি কর্মচারীরা